স্পোর্টস ডেস্ক: ভুটান লজ্জায় ডুবন্ত বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবল থেকে ‘নির্বাসিত’ বাফুফেকে এবার গুণতে হবে ২০ হাজার ডলার জরিমানা।
ভুটানের কাছে বাংলাদেশের হারের পর অনেকেই দলটি নিয়ে আশা ছেড়ে দিয়েছেন। এমনকি বাফুফে কর্মকর্তারা ব্যর্থতার ষোলকলা পূর্ণ করা জাতীয় দলকে দিয়ে আর কিছু হবে না এমনটাই ভেবে নিয়েছেন। আর এ কারণেই এফসির সলিডারিটি কাপ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
এএফসি এশিয়ানকাপের বাছাই পর্বে খেলতে না পারা দলগুলোর জন্য এই টুর্ণামেন্ট আয়োজন কর ছিলো। ভুটান ম্যাচের আগে এই টুর্ণামেন্টের জন্য নাম নিবন্ধন করে ছিলেন বাফুফে কর্মকর্তরা। কিন্তুু ভুটানের কাছে হারের পর তারা আর কোন ঝুঁকি নেননি।
আজ থেকে মালয়েশিয়ায় শুরু হওয়া টুর্নামেন্টে খেলছে নেপাল, শ্রীলঙ্কা, ব্রুনাই দারুস সালামসহ আরও কয়েকটি দল।
এশিয়ান কাপের বাছাইপর্বে যেতে না পারা দলগুলোর জন্যই সান্ত্বনাসূচক এই টুর্নামেন্টটা করছে এএফসি। বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইয়ে যেতে পারেনি। ভুটানের কাছে থিম্পুতে দ্বিতীয় প্লে-অফে ৩-১ গোলে হারের লজ্জা নিয়ে ফিরেছে দেশে। পরপরই সলিডারিটি কাপ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।
আন্তর্জাতিক ফুটবল থেকে এমনিতেই ‘নির্বাসিত’ বাংলাদেশ দল। এমন সময় এফএসির এই জরিমানার খবর ডুবন্ত দেশের ফুটবলকে আরো ডুবিয়ে দিলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০