স্পোর্টস ডেস্ক:: ঢাকায় চলছে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে দাবড়ুদের এই লড়াই।
বৃহস্পতিবার আন্তর্জাতিক রেটিং দাবার চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়েছে। চার রাউন্ড শেষে যৌথ ভাবে শীর্ষে উঠেছেন চার জন। চার জনের প্রত্যেকের পয়েন্ট সমান। সকলেই পূর্ণ চার পয়েন্ট করে পেয়েছেন।
যৌথ ভাবে শীর্ষে থাকা চার দাবাড়ু হলেন, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।
দ্বিতীয় স্থানে আছেন সাত জন দাবাড়ুও। তাদের প্রত্যেকেই পেয়েছেন সাড়ে তিন পয়েন্ট করে। যৌথ ভাবে সকলেই আছে দ্বিতীয় স্থানে। তারা হলেন, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দীন, ফিদে মাস্টার তাহসিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক, সাজিদুল হক, নাসির উদ্দিন ও শরীয়তউল্লাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০