স্পোর্টস ডেস্ক:: শেখ হাসিনার সরকারের বিদায়ের পর নতুন অন্তবর্তীকালীন সরকারের সময়ে দাবি-দাওয়া আদায়ের হিড়িক পড়েছে। প্রতিদিনই কোনো না কোন সংগঠন রাজপথে নামছে, দাবি আদায়ের চেষ্টা করছে। এবার ভিন্ন দাবিতে মাঠে নামলেন ক্রিকেটাররা।
বাংলাদেশের ক্রিকেটাররা বিসিবিতে মানববন্ধন করেছেন, ১৭ দফা জানিয়েছেন। তাদের দাবি অবশ্য যৌক্তিক। এসব নিয়ে দীর্ঘ দিন থেকেই নানা সময়ে আলোচনা-সমালোচনা ‘বিতর্ক’ হয়ে আসছে।
বিসিবির নতুন সভাপতি ফারুক আহমদের কাছে এসব দাবি পূরণের জন্য দ্বারস্থ হয়েছেন ক্রিকেটাররা। দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সময়সূচি, জাতীয় ক্রিকেট লিগের প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির আরেকটি দল গঠন করে লিগ আয়োজন, প্রথম বিভাগ ক্রিকেট লিগে তিন সংস্করণের লিগসহ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা ৩০ জন খেলোয়াড়সহ ৯০ জন খেলোয়াড়কে বেতনের আওতার মধ্যে আনা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ঢাকা লিগের ক্লাবগুলোর সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে ক্লাবগুলোকে আরও পেশাদার হতে হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগের পাশাপাশি টি-টোয়েন্টি লিগ আয়োজন, জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের চূড়ান্ত পর্বে তিন দিনের ক্রিকেট ম্যাচ চালু করা, আম্পায়ারিংয়ের মান উন্নয়ন ও ভালো উইকেট নিশ্চিত করা, দেশের প্রত্যেক জেলায় ওয়ানডে ও টি-টোয়েন্টি লিগ ও অনুশীলনের সুযোগ–সুবিধা নিশ্চিত করার কথাও বলেছেন ক্রিকেটাররা।
বিসিবির বেতনভুক্ত কোচরা যেন কোনো একাডেমিতে কাজ না করেন। ঢাকার প্রথম বিভাগ লিগের ম্যাচ যেন অনলাইন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে (কোয়াব) নতুন করে পুনর্গঠন ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তারা।
এ ছাড়া রেজিস্টার্ড কোনো ক্রিকেটার চোটে পড়লে ক্রিকেট বোর্ড যেন তাদের চিকিৎসার দায়িত্ব নেয়, তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার যেন সর্বনিম্ন এন্ট্রি ফিতে সঠিক সময় মাঠে গড়ায় এবং ফ্র্যাঞ্চাইজি লিগের প্লেয়ার্স ড্রাফট যেন সব ক্রিকেটারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, বলেছেন সেসব কথাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০