নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার লিটন দাসের দল জিতে ৭ উইকেটের বড় ব্যবধানে। এ জয়ে সিরিজ শেষ হয় ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা।
শেষ ম্যাচে দাপুটে ক্রিকেট খেলেছে টাইগাররা। ব্যাটে-বলে সফরকারীদের ধরাশায়ী করেছে। বিশেষ করে বোলিংয়ে বাড়তি পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশের বোলার। যেখানে পেসার শরিফুল ইসলাম বড় অবদান রাখেন।
টাইগারদের এই বাঁহাতি পেসার ৯ ওভার বল করে ১ মেইডেনসহ ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা পান। হয়েছেন ম্যাচ সেরা ক্রিকেটার। টস জিতে আগে ব্যাট করতে নামা আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন শরিফুল।
আগ্রাসী বোলিংয়ে একে একে শিকার করেন ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি ও অভিষিক্ত আব্দুল রহমানকে। প্রতিটি উইকেট তুলে নেওয়ার পর তার বুনো উদযাপন আলাদাভাবে নজর কেড়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন শরিফুল।
ম্যাচ শেষে শরিফুল জানিয়েছেন, চেষ্টা করেন এই আগ্রাসী মনোভাব দমিয়ে রাখার। তবে শরীরী ভাষা এমনি এমনি চলে আসে। আলাদা করে কোনো জেদ কাজ করেনি এমন উদযাপনে।
শরিফুল বলেন, ‘জেদ ছিল না (আলাদা করে) । আমি অনুশীলনে যেমন চেষ্টা করছিলাম, ম্যাচেও তেমনই বোলিং করার চেষ্টা করেছি। শরীরী ভাষাটা চলে আসে। ড্রেসিংরুমে গিয়ে ভাবি যে, এমন করা যাবে না। শান্ত থাকতে হবে। কিন্তু তবুও আপনাআপনি চলে আসে (আগ্রাসী মনোভাব)।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post