আপনি পছন্দ করুন আর না করুন, নেইমার সেরা- রিচার্লিসন

0
77

স্পোর্টস ডেস্ক:: কে সেরা মেসি, নেইমার নাকি রোনালদো। এনিয়ে ‘বিতর্ক’ আছে অনেক। এবার বিশ্বকাপ শুরুর আগে সেই বিতর্কে আবারো হাওয়া লাগালেন নেইমারের সতীর্থ রিচার্লিসন। বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয় দিলেন, ব্রাজিলিয়ান তারকাই সেরাদের সেরা একজন।

বিশ্বকাপ মিশনে ব্রাজিলের বড় ভরসার নাম নেইমার। পিএসজির এই তারকার পায়ের জাদুতেই স্বপ্ন দেখছেন ব্রাজিলিয়ানরা। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে কাতারের পথে ব্রাজিল। গত আসরের ব্যর্থতা মুছে নতুন করে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিততে চায় তিতের দল। আর সেই দায়িত্বের বেশির ভাগই নেইমারের কাঁধেই থাকছে।

মাঠের লড়াইয়ে নামার আগে নেইমারের সতীর্থ রিচার্লিসন তাই এগিয়ে রাখলেন নিজ দেশের তারকাকে। জানিয়ে দিলেন, ‘আপনি পছন্দ করুন আর নাই করুন, নেইমারই সেরাদের একজন।’

রিচার্লিসন ‘ইউরোস্পোর্ট’কে দেওয়া সাক্ষৎকারে রিচার্লিসন বলেন, ‘নেইমার পছন্দ করার মতো একজন মানুষ। তিনি এমন একজন, যাকে আমি শ্রদ্ধ করি, আমার সত্যিকারের আইডল। মাঠে তার সঙ্গে খেলতে পারা দারুণ, কারণ তিনি সব সময় আমাদের ক্লিয়াল গোল সিচুয়েশনে নিয়ে আসেন।’

নেইমা সেরাদের একজন তিনি আরো বলেন, ‘আমি তাকে অণেক সম্মান করি। আপনি তাকে পছন্দ করেন কিংবা না করেন, নেইমার সেরাদের একজন, অসাধারণ খেলোয়াড়। তাই আমরা তাকে স্বস্তি এন দিতে সব কিছু করতে রাজি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here