স্পোর্টস ডেস্কঃ গত আগস্টে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে বার্সেলোনা ছেড়ে যান লিওনেল মেসি। আর্থিক সঙ্কটের কারণে বাধ্য হয়েই বার্সার সাথে সম্পর্কটা ছিন্ন করে ফেলতে হয় আর্জেন্টাইন এই তারকাকে। কাতালান ক্লাব ছেড়ে মেসির গন্তব্য হয় পিএসজিতে।
বর্তমানে ফরাসি জায়ান্টদের সাথে ২ বছরের চুক্তিতে আছেন মেসি। ইতিমধ্যেই চলে গেছে এক বছর। আগামী ২০২৩ সালের জুলাইয়ে শেষ হবে এই চুক্তির মেয়াদ। ইতিমধ্যেই মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিয়ে রেখেছে পিএসজি। তবে আর্জেন্টাইন সুপারস্টার ক্লাবকে জানিয়েছেন, এই ব্যাপারে চলতি বছর কাতারে হতে যাওয়া বিশ্বকাপের পর সিদ্ধান্ত নেবেন।
এবার মেসির ভবিষ্যত নিয়ে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। আর যেটা সত্যি হলে, মেসিকে আবারও দেখা যেতে পারে বার্সেলোনার জার্সিতে। বার্সা কোচ জাভি হার্নান্দেজ মেসিকে চেয়েছেন ক্লাবে। নিজের সাবেক সতীর্থকে এবার শিষ্যরূপে পেতে চান জাভি। ইতিমধ্যেই বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাসহ পুরো বোর্ডকে অনুরোধ জানিয়েছেন, মেসিকে ফিরিয়ে নিয়ে আসতে।
জাভি চান পিএসজির সাথে ২০২৩ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি ট্রান্সফারে মেসিকে নিয়ে আসতে। তিনি মনে করেন, বার্সাকে এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে মেসির। আর মেসির উচিত বার্সা থেকেই অবসর নেওয়া। এছাড়া মেসি ফিরলে বার্সার আর্থিক ও মাঠের পারফর্মেন্স উন্নতি দুটোই হবে।
জাভি বলেন, ‘এখন সে একটি চুক্তিতে রয়েছে, তাই এটা (তাকে ফেরানো) অসম্ভব। মেসিকে নিয়ে এখন কথা বলার কোনো সুযোগ নেই। ক্লাব প্রেসিডেন্ট যেমন বলেছেন, আমিও আশা করি বার্সেলোনার সঙ্গে মেসির অধ্যায় শেষ হয়নি। কিন্তু এটা নিয়ে কথা বলার সময় এখন নয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০