নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের বলে আউট হয়েছেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারাল আফগানরা।
বাংলাদেশের করা ১৬৯ রানের বিপরীতে বৃষ্টি আইনে আফগানিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬৩। রান তাড়া করতে নেমে দারুণ শুরু পায় সফরকারীরা। রহমানউল্লাহ গুরবাজ-ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটিতে দলের রান স্পর্শ করে ফিফটি। ৮৩ বলে পূর্ণ হয়েছে জুটির পঞ্চাশ।
অবশ্য দলীয় ৫৪ রানে সাকিবের বলে গুরবাজ ফিরেছেন। তাঁর ব্যাটে বল লেগে ক্যাচ গেছে নাজমুল হোসেনের হাতে। ৪৫ বলে ২২ রান করে থেমেছেন তিনি। উইকেটে নতুন ব্যাটসম্যান রহমত শাহ। ২৯ রান নিয়ে খেলছেন ইব্রাহিম জাদরান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post