স্পোর্টস ডেস্ক:: প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েছিলো আফগানিস্তান। তবে সিরিজের শেষ ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। ৬৬ রানের বড় ব্যবধানে আফগানদের হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে শাদাব খানের দল।
শারজাহতে আগে ব্যাট করা পাকিস্তান সিয়াম আয়ুব ও ইফতিখারের ব্যাটে ১৮২ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা আফগানিস্তান ১১৬ রানে অলআউট হয়েছে। ৬৬ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে শাদাবের দল।
হোয়াইটওয়াশের শঙ্কায় থাকা পাকিস্তান টস হেরে ব্যাট করতে নেমে সিয়াম-ইফতিখারদের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান তুলে। মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন ওপেনার সিয়াম আয়ুব। ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন তিনি। ৪০ বলের ইনিংস সাজিয়েছেন চারটি চার ও দু’টি ছক্কায়।
পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দিতে ব্যাট হাতে লড়াই করেন ইফতিখারও। দুই ছক্কায় ২৫ বলে ৩১ রান করেন তিনি। ২৮ রান আসে অধিনায়ক শাদাবের ব্যাট থেকে। ১৭ বলে পাঁচ চারে সাজান নিজের ইনিংসটি। এছাড়াও ২৩ রান করেছেন আব্দুল্লাহ শফিকী।
আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান ২টি উইকেট লাভ করেন।
১৮৩ রানের লক্ষ্য খেলতে নামা আফগানিস্তান ইসানুল্লাহ ও শাদাবের দুর্দান্ত বোলিংয়ে ১৮.৪ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২১ রান করেন আজমতুল্লাহ ওমরজাই। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। এছাড়া ১৬ রান করেন অধিনায়ক রশীদ খান। ১৭ রান করেন মোহাম্মদ নবী।
পাকিস্তানের হয়ের শাদাব খান ও ইসানুল্লাহ ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০