স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড। রোববার তারা মাঠে নামছে আফগানিস্তানের বিপক্ষে। দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
প্রথম দুই ম্যাচে দুই ধরনের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হওয়া দলটি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। এবার তারা মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তানের, যারা এখনও পায়নি জয়ের দেখা।
প্রথম জয়ের লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। নাজিবউল্লাহ জাদরানকে আজ তারা একাদশ থেকে বাদ দিয়েছে। সুযোগ পেয়েছেন ইকরাম আলীখিল। অন্যদিকে ইংল্যান্ড তাদের একাদশে কোনো পরিবর্তন আনে নি।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, আজমাতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক, উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post