স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে চলছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে চলমান সেই সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে হারে জুনিয়র টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ শিবির।
আফগানিস্তানকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর সেই জয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো টাইগার যুবারা। ম্যাচে আরিফুল ইসলাম দেখিয়েছেন অলরাউন্ড নৈপুণ্য। সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বল হাতে নিয়েছেন দুটি উইকেটও।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯২ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ দল। চার নম্বরে ব্যাট করতে নেমে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন আরিফুল। ১২৮ বলে খেলেছেন ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ১০৫ রানের অপরাজিত ইনিংস। এছাড়া অধিনায়ক আহরার আমিন সেঞ্চুরির সুযোগ ছিল। তবে ৮৭ রানে আউট হয়ে, সেটি মিস হয়। তার ১০০ বলের ইনিংস সাজানো ছিল ৮ বাউন্ডারি ও ১ ছক্কায়। এর বাইরে টপ অর্ডার ব্যাটার জিসান আলম ৩৮ ও মাহফুজুর রহমান রাব্বি ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেন।
আফগানিস্তানের হয়ে খলিল আহমেদ ৩ উইকেট নিয়েছেন সর্বোচ্চ।
২৯৩ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি আফগানরা। ৪৫.৩ ওভারে ২৪১ রানে ১০ উইকেট হারিয়ে অলআউট হয়ে পড়ে দলটি। সর্বোচ্চ ৯৩ রান করেন অধিনায়ক ও ওপেনার নুমান শাহ। তার অল্পের জন্য সেঞ্চুরি মিসের ইনিংস সাজানো ছিল ১০৯ বলে ৯ বাউন্ডারি ও ২ ছক্কায়। আরেক ওপেনার হিজবুল্লাহ ডোরানি ৫৬ বলে ৭ বাউন্ডারিতে ৪৩ রান করেন। ২৯ রান আসে কামরানের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে রাফি উজ জামান, মাহফুজুর রহমান, আরিফুল ইসলাম ও শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট লাভ করেন বর্ষণ ও জিসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা