নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানকে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হারাল বাংলাদেশ। এ জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে সাকিব আল হাসানের দল। রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগাররা জিতেছে ৬ উইকেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ১১৬ রান করে আফগানরা। বৃষ্টি আইনে ১১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় স্বাগতিকরা। মাঝে উইকেট হারিয়ে শঙ্কা জাগলেও শেষদিকে দলকে সিরিজ জেতান অধিনায়ক সাকিব।
টি-টোয়েন্টিতে দারুণ এক বছর পার করল বাংলাদেশ। চলতি বছর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতার পর আয়ারল্যান্ডকেও হারায় সাকিবের দল। এবার সিলেটে আফগানদের ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আজ ১১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আফিফ হোসেনের সাথে দারুণ শুরু করেন লিটন।
জাতীয় দলের জার্সিতে প্রথমবার ওপেনিংয়ে নামা আফিফ দারুণ সঙ্গ দেন নিয়মিত ওপেনার লিটনকে। পাওয়ার প্লে-র ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান করে বাংলাদেশ। যদিও দ্রুত ৩ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নেতা সাকিব। শামীম পাটোয়ারি অপরাজিত থাকেন ৭ রানে। সাকিব ১৮ রানে।
ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন লিটন ও আফিফ। এরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। লিটন ৩৬ বলে ৩৫ রান করেন। তার ব্যাট থেকে ছয়টি চারের শট আসে। শুরুতে ঝড়ো ব্যাটিং করলেও পরে ধীরে খেলেন তিনি। তার সঙ্গে ওপেনিংয়ে সুযোগ পাওয়া আফিফ খেলেন ২০ বলে দুই ছক্কায় ২৪ রানের ইনিংস। এরপর নাজমুল শান্ত ৪ রান করে বোল্ড হন।
পরে প্রথম ম্যাচ জয়ের নায়ক হৃদয় ১৭ বল খেলে ১টি করে চার ও ছক্কায় ১৯ রান করে ফিরে যান। তরুণ শামীমকে নিয়ে সাকিব ম্যাচ শেষ করে ওঠেন। ১১ বলে একটি করে চার ও ছক্কার শটে ১৮ রান করেন তিনি। শামীম ৭ রান করেন। আফগানদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও আজমতউল্লাহ ওমরজাই।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৮) ও হযরতুল্লাহ জাজাই (৪) ব্যর্থ হয়ে তাসকিন আহমেদের বলে ফিরে যান। এরপর দলের হাল ধরেন পেস অলরাউন্ডার ওমরজাই। ২১ বলে ২৫ রান করেন তিনি। এছাড়া করিম জানাতের ১৫ বলে ২০ রান ও ইব্রাহিম জাদরান ২২ রান যোগ করেন। বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সাকিব ৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে নেন দুই উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০