আফগানিস্তানের ঈদের আনন্দ

0
74

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল আফগানিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। চট্টগ্রামে শনিবার আগে ব্যাট ৩৩১ রান করে হাশমাতুল্লাহ শহীদির দল।

রান তাড়া করতে নেমে মুশফিকুর রহিমের লড়াকু ফিফটির পর বাংলাদেশ অলআউট হয়েছে ১৮৯ রানে। ১৪২ রানের রেকর্ড ব্যবধানে জিতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে আফগানরা। সিরিজ জয়ের ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছে তারা। রানের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয় এটি।

চলমান ওয়ানডে সিরিজের সেরা প্রস্তুতিত জন্য ঈদুল আযহার ছুটিতে যাননি আফগানিস্তানের ক্রিকেটাররা। এই সময়টায় তারা সংযুক্ত আরব আমিরাতে অনুশীলনে ব্যস্ত ছিলেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় তাদের সেই ত্যাগকে এবার পূর্ণতা দিয়েছে। এই সিরিজ জয় যেন আফগানিস্তানের কাছে ঈদের আনন্দের মতোই।

গত মাসে ঢাকা টেস্টে লজ্জার হার দেখেছিল আফগানিস্তান। ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বড় হারের পর আফগানরা চলে যায় আরব আমিরাতে। সেখানে অনুশীলন শেষে তারা ঈদুল আযহার পরই আবার বাংলাদেশে আসে। আর চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে নিয়েছে সফরকারীরা।

আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি বলেন, ‘খুবই খুশি, আলহামদুলিল্লাহ যে আমরা সিরিজটি জিততে পেরেছি। দুর্দান্ত পারফর্ম করেছে গোটা দল। গত দুই বছর ধরে এই দলটাকে গড়ে তুলছি আমরা। কাজ করে চলেছি। প্রতিটি সিরিজে ম্যাচ ধরে ধরে উন্নতি করছি। ফল পেতে শুরু করেছি। ইনশাল্লাহ আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে ফলাফল আগের চেয়ে ভিন্ন হবে। দলে ওপর আমার বিশ্বাস আছে অনেক। আশা করি আমরা লক্ষ্য পূরণ করতে পারব।’

দলের বোলারদের কৃতিত্ব দিয়ে শহীদি বলেন, ‘আমাদের বোলাররা সবশেষ সিরিজে খুব ভালো করতে পারেনি। সঠিক জায়গায় বল রাখতে পারেনি। তবে এই সিরিজের জন্য গোটা দল আমরা ঈদকে বিসর্জন দিয়েছি এবার। আবু ধাবিতে ছিলাম আমরা, ১৪ দিন কঠোর পরিশ্রম করেছি। গত সিরিজে যে জিনিসগুলি ভালো করতে পারিনি, সেসব নিয়ে কাজ করেছি আমরা। সেটির ফল পেয়েছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here