স্পোর্টস ডেস্কঃ সাবেক ইংলিশ ক্রিকেটার জোনাথন ট্রটকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল আফগানিস্তান। গ্রাহাম থর্পের জায়গায় আফগানদের দায়িত্ব নিলেন ট্রট। অগাস্টে আয়ারল্যান্ড সফর দিয়ে কাজ শুরু করবেন সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান।
আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে ট্রটের নতুন দায়িত্ব। এই দায়িত্ব পেয়ে খুশি ট্রটও। প্রথমবারের মতো কোনো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি। আফগান ক্রিকেটারদের সাথে কাজ শুরু করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন ট্রট।
এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের ব্যাটিং পরামর্শক ছিলেন ট্রট। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে ইংল্যান্ড পুরুষ জাতীয় দল, ইংল্যান্ড লায়ন্স ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে তার।
৫২ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলা ট্রট খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০১৮ সালে। জাতীয় দলের ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না হলেও এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ছিলেন বেশ সফল।