স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বীপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের নিজস্ব হোম ভেন্যু না থাকায়, ভারতের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটি হবে। তবে শেষ মূহুর্তে এসে এই সিরিজটি স্থগিত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে সেই খবর। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছে এই নিয়ে অনুরোধ জানিয়েছে বিসিবি। এর কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বৈরি আবহাওয়া ও ক্রিকেটারদের টানা খেলার ধকল থেকেই এই সিরিজ স্থগিত করতে চায় বোর্ড।
মূলত ভারতে এখন আবহাওয়া আন্তর্জাতিক সিরিজ খেলার জন্য উপযুক্ত নয়। বর্ষার মৌসুম হওয়ায় উপমহাদেশে এসময়টাকে অফ সিজন হিসেবে বিবেচনা করা হয়। নিয়মিতই বৃষ্টি হয়। কন্ডিশনের পাশাপাশি ক্রিকেটারদের ওয়ার্কলোডের কথাও মাথায় রাখছে বিসিবি। সামনে আবার পাকিস্তান সফরসহ ব্যস্ত সূচি আছে। সব মিলিয়েই এই সিদ্ধান্ত। যদিও আফগানরা এখনও কিছু জানায়নি আনুষ্ঠানিকভাবে। আর শেষ মূহুর্তে এসে সিরিজ এভাবে স্থগিত করবেও কি-না, সেটি নিয়েও আছে প্রশ্ন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post