স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে আগে ব্যাট করতে নামা কিউইরা একটা সময় চাপে পড়লেও শেষ পর্যন্ত ২৮৮ রানের পুঁজি পেয়েছে। ফিফটি হাঁকিয়েছেন দলটির তিন ব্যাটার- উইল ইয়াং, গ্লেপ ফিলিপস ও টম লাথাম।
টস হেরে ব্যাটিং করতে নেমে ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের জুটি বড় হতে দেননি মুজিব উর রহমান। ডানহাতি এই স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন কনওয়ে। ছন্দে থাকা এই বাঁহাতি সাজঘরে ফিরতে হয় ২০ রান করে। তিনে নেমে ইয়াংয়ের সাথে বেশ ভালো জুটি গড়েন রাচিন রবীন্দ্র। তারা দুজনে মিলে যোগ করেন ৭৯ রানে। যেখানে দারুণ ব্যাটিংয়ে ৫৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইয়াং। রাচিনের বিদায়ে ভাঙে তাদের জুটি।
আজমতউল্লাহ ওমরজাইয়ের লেংথ ডেলিভারিতে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন ৩২ রান করা রাচিন। হাফ সেঞ্চুরির পর ফিরেছেন ইয়াংও। ওমরজাইয়ের সেই ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরের পথে হেঁটেছেন ৫৪ রানের ইনিংস খেলা ডানহাতি এই ওপেনার। এদিকে দ্রুত বিদায় নিয়েছেন ড্যারিল মিচেল। রশিদ খানের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। ৯ বলের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে টেনেছেন লাথাম ও ফিলিপস। তারা দুজনে হাফ সেঞ্চুরি করার সঙ্গে গড়েছেন ১৪৪ রানের জুটি।
৬৯ বলে হাফ সেঞ্চুরি করা ফিলিপস উইকেট দিয়েছেন নাভিন উল হককে। ডানহাতি এই ব্যাটার খেলেছেন ৭১ রানের ইনিংস। আরেক ব্যাটার লাথামকেও আউট করেছেন নাভিন। কিউই অধিনায়ক ফিরেছেন ৬৮ রান করে। শেষদিকে চ্যাপম্যান ১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেললে ২৮৮ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। মিচেল স্যান্টানার ৭ রান করে অপরাজিত থাকেন। আফগানিস্তানের পক্ষে নাভিন উল হক ৮ ওভারে ৪৮ রানে দুই উইকেট শিকার করেন। ৭ ওভারে ৫৬ রান দিয়ে ওমরজাইও ২ উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post