স্পোর্টস ডেস্কঃ আগামী সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচ দুটির জন্য আফগানিস্তানের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি।
জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। এমনিতে আগে থেকেই একটি ম্যাচ নিশ্চিত ছিল। এবার দ্বিতীয় ম্যাচটিও নিশ্চিত হলো। এই ম্যাচ দুটি মূলত অক্টোবর বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে হচ্ছে।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলব। এই দুটি ম্যাচের জন্য ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। ভেন্যুর বিষয়টি পরে জানানো হবে। বিশ্বকাপ বাছাই সামনে রেখে এই দুটি ম্যাচ খেলা হচ্ছে।’
এদিকে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দুটি হওয়ার কথা। মাঠ ভালো না বলে সিলেটে খেলতে জাতীয় দলের ফুটবলারদের আপত্তি রয়েছে। এরই মধ্যে সেই আপত্তির কথা কয়েকজন ফুটবলার জানিয়েও দিয়েছেন বাফুফে সভাপতিকে। যে কারণে প্রতিপক্ষ ও তারিখ নির্ধারণ হলেও চূড়ান্ত হয়নি ম্যাচের ভেন্যু।
বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ কোচ হাভিয়ের কাবরেরা ৯ আগস্ট দেশে আসবেন এবং তারপরই ভেন্যু নিয়ে সিদ্ধান্ত হবে। ২০ আগস্ট থেকে শুরু হবে খেলোয়াড়দের ক্যাম্প। ২৮ আগস্ট আফগানিস্তান দল বাংলাদেশে পা রাখবে। দুই ম্যাচ খেলার আগে সপ্তাহব্যাপী চলবে তাদের ক্যাম্প।
আগামী বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ অক্টোবর হবে মালদ্বীপে হবে প্রথম লেগের ম্যাচ, ফিরতি লেগের ম্যাচ ১৭ অক্টোবর, নিজেদের মাঠে। গত সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দেখায় পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০