আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্ব দেবেন লিটন দাস

0
80

নিজস্ব প্রতিবেদকঃ নিশ্চিত হয়ে পড়েছিল আগেই। তবুও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসছিল না। অবশেষে সেই আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন লিটন দাস। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হুট করে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার। অথচ একদিন আগেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি নেতৃত্ব দিয়েছেন। এই সিরিজ তো বটেই, সামনে এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপেও নেতৃত্ব দেওয়ার কথা ছিল (বোর্ড সভাপতি পাপনের ভাষ্যমতে)।

তবে আফগানিস্তানের সিরিজ চলাকালীনই তামিম নিজের অবসরের ঘোষণা দিয়েছেন। যার ফলে সবাই অবাক হয়েছে। কতটা অভিমান-কষ্ট মনে রেখে তামিম অবসর নিয়েছেন, তা বলে দিচ্ছে সংবাদ সম্মেলনে তামিমের চোখের জলই। দলের মধ্যে এক উদ্ভূট পরিস্থিতি তৈরি হয়েছে বিষয়টিকে নিয়ে।

এতো কিছুর পরও ‘দ্য শো মাস্ট গো অন’। অর্থাৎ, সিরিজটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। যার জন্য এখন অন্য কোনো পথ খোলা নেই। আপাতত সিরিজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দলকে তাই নামতে হবে মাঠে। আগামীকাল ৮ জুলাই, শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সেই ম্যাচ।

সেই ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন কে, এই প্রশ্ন দাঁড়ালেও, উত্তর পাওয়া গিয়েছিল। দলের অলিখিত সহ-অধিনায়ক লিটন দাসই টেনে নেবেন, সেই ইঙ্গিত পাওয়া যায় বোর্ডের কাছ থেকে। এবার সেটা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো। আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে এই লিটনই থাকবেন অধিনায়ক।

এর আগেও দলের নিয়মিত অধিনায়ক না থাকাকালীন নেতৃত্ব দিয়েছেন লিটন। তামিম ইকবালের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে গেল বছর ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়ে ২-১ ব্যবধানে জিতেছিলেন। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব আল হাসানের ইনজুরির কারণে দায়িত্ব পেয়ে দলকে রেকর্ড ব্যবধানে জিতিয়েছেন। এর আগে টি-টোয়েন্টিতেও নেতৃত্ব দিয়েছেন। তাই অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে লিটনের।

তবে এখনই পুর্ণ মেয়াদে দায়িত্ব পাবেন কিনা লিটন, সেটা নিয়ে সংশয় আছে। কেননা সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর রয়েছে। তাই সেক্ষেত্রে সাকিব আল হাসানের দিকে ঝুঁকতে পারে বোর্ড, এমন কথাই শোনা যাচ্ছে বিসিবি পাড়ায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here