স্পোর্টস ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় প্রথমবার কোনো বিশ্বকাপ খেলতে আসা উগান্ডার মুখোমুখি হবে তারা। এই ম্যাচের আগে আফগান অধিনায়ক রশিদ খান জানান, বোলারদের খারাপ দিনে ব্যাটাররাও এখন ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে।
রশিদ বলেন, ‘আগে আমাদের ব্যাটিংয়ে কিছুটা ভুগতে হতো। তখন বোলাররা অনেক বেশি অবদান রাখত এবং ম্যাচ জিততে সাহায্য করত। পরে আমরা তরুণ ব্যাটারদের পেলাম বিশেষ করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে। তারা যেভাবে জাতীয় দলে এসেছে, কঠোর পরিশ্রম করেছে এবং তরুণ বয়সে আফগানিস্তানের হয়ে খেলার সুযোগ পেয়েছে। তারা বিশ্বজুড়ে নানান লিগ খেলছে। যেখানে নিজেদের আরও উন্নতি করতে পারছে। আমার মতে, আমাদের যে ব্যাটিং লাইন-আপ আছে, ২০০ রানের লক্ষ্য হলেও সমস্যা নেই। মাঠে ওই রান তাড়া করার সামর্থ্য ও স্কিল আছে আমাদের। টি-টোয়েন্টি ক্রিকেট পুরোটাই মানসিকতার ব্যাপার। আপনি সঠিক মানসিকতায় থাকলে এবং বিশ্বাস রাখলে, যে কোনো কিছুই সম্ভব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post