স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রায় ১০ মাস পর ওয়ানডে লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। কিন্তুু স্বাগতিকরা মাঠে নামার পর তাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দেখে স্পষ্টই ফুটে উঠলো আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির ছাপ।
আইসিসির সহযোগী সদস্য দেশ পুঁচকে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে। ৪৭ তম ওভার পর্যন্তই ম্যাচে ছিলো আফগানদের আধিপত্য। ম্যাচ শেষে যেটি শিকার করে নিয়েছেন ম্যাচ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
স্বাগতিক বাংলাদেশ। দিন শেষে ৭ রানের জয় পেলেও পুরো ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সর্বোচ্চ মান ধরে রাখতে পারেনি মাশরাফি বিন মর্তুজার দল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, সবাই অনেক দিন পরে খেলেছে। প্রায় এক বছর পর আমরা ওয়ানডে খেললাম। সবার জন্য কাজটা কঠিন ছিল। সবার শরীরী ভাষায় সেটা বোঝা গেছে। আজকে আমাদের ফিল্ডিং ততোটা ভালো হয়নি। এ জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আমার কাছে মনে হয় এর বড় কারণ হচ্ছে, যেহেতু আমরা ১০ মাস ওয়ানডে খেলিনি, সেটার প্রভাব এটা।
সাকিব বলেন, ‘মাঠে গিয়ে চাইলেও অনেক সময় শরীর সাড়া দেয় না। আপনি যতোই ফিটনেস ট্রেনিং করেন, ম্যাচ ফিটনেসের একটা ব্যাপার আছে। সেটা অন্যরকম।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০