নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে বিশ্বকাপ শেষ করেই বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছেন পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর। ২০১৮ সাল থেকে দীর্ঘ পাঁচ বছর টাইগারদের সাথে কাজ করেছিলেন এই ভারতীয়। তবে তার সাথে এবার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, নতুন করে নবায়ন করা হয়নি।
তাই সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ দলের অন্তবর্তীকালীন কম্পিউটার অ্যানালিস্টের দায়িত্ব পালন করেছেন নাসির আহমেদ। এবার নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আর সেই অ্যানালিস্ট হলেন মহসিন শেখ। আসন্ন দুই সিরিজে তিনিই বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্টের কাজ করবেন। যদি কাজ ভালো হয়, তবে তাকে স্থায়ী করার চিন্তা করবে বোর্ড। মহসিন বর্তমানে অস্ট্রেলিয়ান নাগরিক। তাই তিনি ইতিমধ্যেই সেখান থেকে পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডে গিয়ে দলের সাথে যোগ দিয়েছেন।
এই মহসিন খান সবশেষ আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন। গেল এশিয়া কাপে ব্যাপক আলোচিত হয়েছিলেন। সুপার ফোর নিশ্চিত করতে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একটি বলে ছয় হাঁকালেই হতো। তবে সেই সমীকরণ সম্পর্কে অবগত ছিলেন না মাঠের দুই ব্যাটার ফজল হক ফারুকী। পরবর্তীতে তাই দলের অ্যানালিস্টকে নিয়ে তুমুল সমালোচনা হয়। কারণ আর কারো না হলেও, তার সেটা জানার কথা এবং মাঠে বার্তা পৌঁছে দেওয়ার কথা।
এবার সেই অ্যানালিস্টকেই বাংলাদেশ নিজেদের ঢেরায় নিয়ে আসছে। যদিও এই কাজে বেশ অভিজ্ঞ পাকিস্তান বংশদ্ভূত মহসিন। আফগানিস্তান জাতীয় দল ছাড়াও, বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে বিপিএলে। পাকিস্তানের হাই পারফরম্যান্স সেন্টার, পিএসএল, আইপিএল ও বিগ ব্যাশে কাজ করেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post