স্পোর্টস ডেস্ক:: শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে ফিরেছেন ইনজুরির কারণে বাদ পড়া স্পিনার রশিদ খান। দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান ও স্পিনার মুজিব উর রহমান।
এসিবি ১৭ সদস্যের দলে এই তিন পরিবর্তন এনেছে। দলে নতুন মুখ ব্যাটার আব্দুল মালিক দারভিশ ও মোহাম্মদ গজানফর। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম এই দুই জনকে দলে এনেছেন।
আফগানিস্তান দল:: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, দারভিশ রসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, আল্লাহ মোহাম্মদ গজানফর, ফজল হক ফারুকী, বিলাল সামি, নাভিদ জাদরান এবং ফরিদ আহমদ মালিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০