আফগানিস্তান ম্যাচে খেলছেন বিজয়, বিশ্রামে মুস্তাফিজ!

0
81

নিজস্ব প্রতিবেদকঃ ঘণ্টা খানেক পরই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের ‘অস্তিত্বের লড়াই’ খ্যাত ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

লাহোরে আজ আফগানদের বিপক্ষে হারলেই বাড়ির পথ ধরতে হবে বাংলাদেশ দলকে। জিতলেই হয়ে যাবে এমন না, সুপার ফোরে জায়গা করতে রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে জিতে নিজেদের কাজটা করে রাখতে হবে। পরে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে।

আফগানদের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাতুরুসিংহে। ওপেনিং পজিশনে নাঈম শেখের পরিবর্তে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। শ্রীলঙ্কা ম্যাচে ডাক মারা তানজিদ তামিমকে আরেকটি সুযোগ দিতে চায় টিম ম্যানেজমেন্ট।

তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়ের জায়গা নিশ্চিত। বরাবরের মত ছয় নম্বরে মুশফিকুর রহিম। আফগানদের বিপক্ষে সাত নম্বরে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন শেখ মেহেদি। আটে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে। এরপর হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। বিশ্রামে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান। কারণ বাঁহাতি এই পেসারের হালকা চোট রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- এনামুল হক বিজয়, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here