নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতেও কেউ জেতে নি। অর্থাৎ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও হয়েছে ড্র। বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ১-১ গোলে শেষ হয়ে ম্যাচ। বিকেল ৫টা শুরু হওয়া ম্যাচে মাঠ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাগআউটে। তাতে লাল কার্ড দেখেন দুই দলের দুই কোচ।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫২ মিনিটে কর্নার থেকে জাভার সারজা আফগানিস্তানকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ার দশ মিনিটের মধ্যেই বাংলাদেশ ম্যাচে সমতা আনে। গত ম্যাচে সহজ সুযোগ মিস করা উদীয়মান তারকা শেখ মোরসালিন আজ ভুল করেন নি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে গোল করেন তিনি।
ম্যাচ শেষে বাংলাদেশের কোচের কণ্ঠে সন্তুষ্টির বাণী। হাবিয়ের কাবরেরা বলেন, ‘আমি মনে করি, আমার দল একেবারে ঠিক পথে আছে। আফগানিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলে আমাদের প্রস্তুতিটা দারুণ হয়েছে। এখন আমাদের যেটি করতে হবে, সেটি হচ্ছে, যেসব জায়গায় ঘাটতি আছে, সেগুলো খুঁজে বের করা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০