স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আর সেই সিরিজ আয়োজিত হবে শ্রীলঙ্কায়। এশিয়া কাপ এবং বিশ্বকাপ প্রস্তুতিকে সামনে রেখে এই সিরিজের স্বাগতিক মূলত আফগানরা। নিজেদের দেশের মাঠে খেলতে না পারায়, লঙ্কা দ্বীপে সিরিজ আয়োজন করেছে দেশটি।
সূচি অনুযায়ী চলতি মাসেই সেই সিরিজ হবে। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের ওয়ানডে দল ইতোমধ্যে ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এবার দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। এই দল দিয়ে আসন্ন এশিয়া কাপও খেলবে বাবর আজমরা।
দলে আবারও ডাক পেয়েছেন ফাহিম আশরাফ। গত মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন হারিস সোহেল, ইহসানউল্লাহ। শ্রীলঙ্কার মাটিতে কদিন আগে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো সৌদ শাকিলকে নেওয়া হয়েছে শুধু আফগানিস্তান সিরিজের জন্য।
আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের দলঃ
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, তাইয়্যেব তাহির, সৌদ শাকিল (আফগানিস্তান সিরিজের জন্য), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাদাব খান (ভাইস ক্যাপ্টেন), মোহাম্মদ নেওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি।
আফগানিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে দলঃ
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আব্দুল রহমান, মোহাম্মদ সেলিম সাফি এবং ওয়াফাদার মোমান্দ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post