আফগানিস্তান সিরিজে খেলতে চান তাসকিন আহমদ

0
56

স্পোর্টস ডেস্ক:: পেস ডিপার্টমেন্টে দলের ভরসার নাম তাসকিন আহমদ। অথচ মাশরাফীর মতোই ভাগ্য তার। বারবার ইনজুরিতে পড়ছেন, একাধিক সরিজ মিস করছেন। যদিও সাবেক অধিনায়কের মতো অপারেশনের টেবিলে যেতে হয়নি। তবুও ইনজুরি তার পিছু ছাড়ে না। একটার পর একটা লেগেই থাকে।

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-২০ খেলেই চোটে পড়েন। পিঠের ব্যাথা দেখা দেয়। খেলেননি একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর ইংল্যান্ডে অনুষ্টিত হওয়া আইরিশ সিরিজেও খেলতে পারেননি স্পিড স্টার।

পূর্নবাসন প্রক্রিয়া শেষে মাঠে ফেরার অপেক্ষা আছেন তাসকিন। জানিয়েছেন, আফগানিস্তান সিরিজে খেলতে চান তিনি। তার জন্যই নিচ্ছেন প্রস্তুুতি। অনুশীলনে ধীরে ধীরে ওয়াকর্ডলোড বাড়াচ্ছেন। পূর্ণ দমে ফিরতে চান ঘরের মাঠে ঈদের আগে শুরু হওয়া আফগান সিরিজে।

মিরপুরের হোম অব ক্রিকেটে সাংবাদিকদের তাসকিন আহমদ বলেন, ‘আল্লাহর রহমতে এখন ভালো অবস্থা। চারটা সেশন করলাম। ক্রমান্বয়ে বাড়ছে ওয়ার্কলোড। ফিটনেস সেশন, বোলিং সেশন ভালো যাচ্ছে। সামনে ওয়ার্কলোডের ইন্টেনসিটি আরো বাড়তে থাকবে। এভাবে যেতে থাকলেই সব ভালো থাকবে।’

আফগানিস্তান সিরিজে খেলবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিড স্টারের জবাব, ‘আল্লাহ যদি চান, পাওয়ার তো কথা। এখন দেখি কী হয়?’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here