স্পোর্টস ডেস্কঃ সময়ের সাথে সাথে বেশ পরিণত হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। এই বাঁহাতি ক্রিকেটার এখন অন্যতম ভরসা হয়ে উঠছেন দলের। দারুণ সব শটে মুগ্ধ করেন। উইকেটে পরিস্থিতির সাথে মানিয়ে খেলার সামর্থ্য রয়েছে বেশ। নিজেকে এখনও আক্রমণাত্বক হিসেবে গড়ে তুলতে না পারলেও, প্রয়োজনের সময় মারকাট ব্যাটিং করতে পারেন।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফিফকে নিয়ে এক ভিডিও পোস্ট করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে আফিফকে বাংলাদেশ দলের গ্লেন ম্যাক্সওয়েল হিসেবে আখ্যায়িত করেছেন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। আফিফকে বেশ প্রশংসায় ভাসিয়েছেন তিনি।
শ্রীরাম বলেন, ‘ওর প্রথম বল থেকেই মারার সামর্থ্য আছে। সবসময় ওকে আমাদের গ্লেন ম্যাক্সওয়েল বলে ডেকেছি। সে খুব অল্প সময়ের মধ্যেই খেলার মোড় বদলে দিতে পারে। খুব অল্প বলের মধ্যেই ও থিতু হতে পারে। উপমহাদেশের ব্যাটারদের জন্য এটা খুবই ভালো একটি গুণ।’
উল্লেখ্য, ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফিফ। ৫৩ ইনিংসে ব্যাট করে ৩ ফিফটিতে ৯৭৬ রান করেছেন। ২১.২১ গড় আর স্ট্রাইক রেট ১২০.৯৪। সর্বোচ্চ ৭৭ রানে অপরাজিত থাকার ইনিংস খেলেছেন ক্যারিয়ারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা