নিজস্ব প্রতিবেদকঃ দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় জয়ে ব্যাট হাতে ভূমিকা রেখেছে আফিফ হোসেনের ঝোড়ো ইনিংস। তাই তো ম্যাচ শেষে তার প্রশংসা করেছেন সতীর্থ বিদেশি ক্রিকেটার ওয়েন পারনেল। মাত্র ২১ বলে বাঁ-হাতি ব্যাটার আফিফ করেন ৪৩ রান। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই দলকে জিতিয়ে তিনি মাঠ ছাড়েন। যে কারণে খুলনার দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ওয়েন প্রশংসায় ভাসিয়েছেন আফিফকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে আফিফের সম্পর্কে পারনেল বলেন, ‘ব্রিলিয়ান্ট ইনিংস (আফিফের)। আমার চোখে বাংলাদেশের অন্যতম মেধাবী ব্যাটার সে। অনেক তরুণ ব্যাটার। ফাস্ট বোলিং বা স্পিন— সবই খেলতে পারে। মাঠের চারপাশ দিয়ে খেলে, অনেক স্মার্ট। তাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তাকে ভালো করার ওই আত্মবিশ্বাসটা দিতে হবে এবং কাজে লাগাতে হবে সঠিকভাবে। সে আজ যেসব শট খেলতে চেয়েছে সবই কাজে লেগেছে, খুব ভালো লাগছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post