Home ক্রিকেট দেশের ক্রিকেট আফিফের সেঞ্চুরি আর মোসাদ্দেকের ফিফটিতে বড় সংগ্রহ আবাহনীর

আফিফের সেঞ্চুরি আর মোসাদ্দেকের ফিফটিতে বড় সংগ্রহ আবাহনীর

0
54

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই দলের হাইভোল্টেজ লড়াইয়ে আগে ব্যাট করতে নেমে বিশাল সংগ্রহ পেয়েছে আবাহনী। সেঞ্চুরি হাঁকিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। একইসাথে ফিফটি হাঁকিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৫ রানের বড় সংগ্রহ পায় আবাহনী। ইনিংসের শুরুটা ভালো হলেও উদ্বোধনী জুটিতে ৫৫ রানের বেশি তুলতে পারেননি দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়। ৯.৩ ওভার স্থায়ী সেই জুটি ভাঙে বিজয়ের বিদায়ে। ৩৫ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩১ রানের ইনিংস খেলেন বিজয়।

দলীয় ৭৩ রানের মাথায় বিদায় নেন নাঈম শেখ। তিনি ২৬ রান করে যান। মাহমুদুল হাসান জয় টপ অর্ডারে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি। ১৯ রান করে আউট হন। দলীয় একশ রানের আগে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপদে পড়া আবাহনীর হাল ধরেন এরপর আফিফ ও অধিনায়ক মোসাদ্দেক।

চতুর্থ উইকেটে দুজনের ১৪০ রানের দারুণ জুটিতেই বড় রানের পুঁজি পায় আবাহনী। মোসাদ্দেক ৭৬ বলে ৪টি করে বাউন্ডারি ও ছয়ের মারে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন আউট হন। টানা দুই ম্যাচে ফিফটি হাঁকালেন এই ডানহাতি ক্রিকেটার। মোসাদ্দেক আউট হলেও, একেবারে দলের ইনিংস শেষ করে মাঠ ছাড়েন আফিফ।

জাতীয় দলে ফেরার মিশনে থাকা এই বাঁহাতি হাঁকান চলতি ডিপিএল ও পুরো লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি। ১১১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তার ১০১ বলের ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায়। ১১ রান করে অপরাজিত থাকেন জাকের আলি অনিক।

প্রাইম ব্যাংকের হয়ে শেখ মেহেদী হাসান ২টি ও দলের বিদেশি কাশিফ ভাট্টি ২টি উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here