আফিফ-সাদমানসহ ৭ ক্রিকেটার বাদ পড়লেন ‘এ’ দল থেকে

0
178
ছবিঃ বিসিবি।

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে চলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার তিন ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময়ই শেষ ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজের তৃতীয় চার দিনের ম্যাচে জাতীয় দলের ৬ তারকা ক্রিকেটার যোগ হয়েছেন। দলে এসেছেন মুমিনুল হক, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরি ও শরিফুল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে তাদেরকে প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।

তবে এর জন্য দল থেকে বাদ পড়েছেন অধিনায়ক আফিফ হোসেন ধ্রুবসহ ৭ ক্রিকেটার। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, রিপন মণ্ডল ও সৈয়দ খালেদ আহমেদ।

দ্বিতীয় টেস্টের দল থেকে আছেন জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, শাহদাত হোসেন দিপু, ইরফান শুক্কুর, নাঈম হাসান, তানজিম হাসান সাকিব ও মুশফিক হাসান। শেষ ম্যাচে জাকির হাসানকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব।

গেল ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সেই ম্যাচ ড্র’তে নিষ্পত্তি হয়। এরপর সিলেট ক্রিকেট গ্রাউন্ড-২’এ ২৩ মে শুরু হয় সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ। সেই ম্যাচ চলছে এখন। আর আগামী ৩০ মে থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

তৃতীয় চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল
জাকির হাসান (অধিনায়ক), সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন দিপু, ইরফান শুক্কুর, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, তানজিম হাসান সাকিব এবং মুশফিক হাসান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here