স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের মাঠ এখন গরম। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি আর জাভেদ মিয়াঁদাদের কথায় উত্তপ্ত পাকিস্তানের ক্রিকেট। চলছে তাদের কাঁদা ছোঁড়াছুড়ি।
মিয়াঁদাদ আফ্রিদিকে বলছেন ম্যাচ ফিক্সা, আবার আফ্রিদি জাভেদ মিয়াঁদাদকে বলছেন অর্থলোভী। এনিয়ে তাদের মধ্যে উকিল নোটিশ পর্যন্ত পাঠানো হয়েছে। এসমই সময় আফ্রিদিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম।
মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ফোন করে মুখ বন্ধ রাখতে শাসিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। ধারণা করা হচ্ছে জাভেদ মিয়াঁদাদকে উকিল নোটিস পাঠানোর জন্যই এই হুমকি দেওয়া হয়েছে আফ্রিদিকে। তবে দাউদ ইব্রাহিমের এই ফোন কলের আগেই জাভেদ মিয়াঁদাদকে উকিল নোটিস পাঠিয়ে দিয়েছেন আফ্রিদি।
মিয়াঁদাদ সরাসরি আফ্রিদিকে পাকিস্তান ক্রিকেটের ম্যাচ ফিক্সার বলেছেন। অন্যদিকে আফ্রিদি জন সম্মুখেই মিয়াঁদাদকে অর্থ লোভী বলেছেন। সাথে তাকে ফিক্সার বলায় আইনি নোটিসও পাঠানোর কথা জানিয়ে দিয়েছিলেন।
কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামও এই দুজনকে তাদের মুখ বন্ধ রাখা অনুরোধ করেছিলেন কিন্তু তবুও তাদের কথার লড়াই থামেনি, এবং আফ্রিদি বুধবার দুপুর নাগাদ মিয়াঁদাদ বরাবর উকিল নোটিস পাঠিয়ে দিয়েছেন। কিন্তু সেদিন রাত সাড়ে আটটা নাগাদ দাউদ ইব্রাহিম ব্যাক্তিগত ভাবে ফোন করে আফ্রিদিকে শাসান।
পাকিস্তানী সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যায়, আফ্রিদির মুখ বন্ধ রাখতে বলেছেন দাউদ। না হলে আফ্রিদিকে ভবিষ্যতে খারাপ কিছুর মুখোমুখি হতে হবে বলেও শাসান দাউদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০