স্পোর্টস ডেস্কঃ শাহিন আফ্রিদিকে সিডনি টেস্টে খেলোনো হয়নি। অনেকে ভেবেছিলেন, শতভাগ ফিট থাকার পরও আফ্রিদিকে বিশ্রামে রাখা হয়েছে। ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিরা এই বিষয় বেজায় চটেছিলেন। তবে বাঁহাতি এই পেস বোলারকে শেষ টেস্টে বসিয়ে রাখার সিদ্ধান্তকে সঠিক মনে করছেন পাকিস্তানের ক্রিকেট পরিচালক মোহাম্মদ হাফিজ।
হাফিজ বলেন, ‘আমরা শাহীনকে ওয়ার্কলোডের কথা চিন্তা করেই বিশ্রাম দিয়েছিলাম। আমরা চাইনি তার শরীরে এর জন্য কোনো বিরূপ প্রভাব পড়ুক। চোট থেকে ফিরে এসে গত এক বছর সে কঠোর পরিশ্রম করেছে। এর পর তার উপর অনেক চাপ ছিলো। আমরা তাকে বিরতি দিতে চেয়েছিলাম এবং তার কাজের চাপ সামলাতে চেয়েছিলাম। আগে কী হয়েছে সেটা আমি জানি না। তবে এই সময়ে, আমি নিশ্চিত করতে চেয়েছিলাম যে, কোনো বোলারের ক্যারিয়ার যেনো অতিরিক্ত চাপের জন্য নষ্ট না হয়। যেটা (ওয়ার্কলোড) সামলানো যাচ্ছে না।’
শনিবার পাকিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে শান মাসুদের পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল তারা। এর আগে প্রথম দুই টেস্টেও জিতেছিল অজিরা। হাফিজ জানিয়েছেন, আফ্রিদির শরীরে ব্যথা ছিল। অস্ট্রেলিয়া এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে যাওয়ায় শেষ টেস্টে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়নি আসন্ন ব্যস্ত ক্রিকেট সূচির চিন্তায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post