স্পোর্টস ডেস্ক: পাকিস্তান দলে নেওয়া হচ্ছে শহীদ আফ্রিদিকে। দীর্ঘ দিন থেকেই দলের এই কাপ্তান অনুপস্থিত পাকিস্তানের জাতীয় পোশাকে। তার বিদায় ঘন্টা অনেকটাই বেজে গেছে মনে করছেন ভক্তরা।
এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপ দলের ব্যর্থতার পর দল থেকে বাদ পরার পাশাপাশি অধিনায়কত্বও হারান পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। যার কারণে ইংলিশদের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচের পাশাপাশি আসন্নও ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টুয়েন্টি দলেও জায়গা পাননি এই হার্ড হিটিং অলরাউন্ডার।
নির্বাচকরা দাবি করেছেন আফ্রিদি ফিট নন বলেই তাকে দলে জায়গা দেয়া হচ্ছেনা। কিন্তু নির্বাচকদের সাথে কোন ভাবেই একমত নন পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টুয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করা আফ্রিদি।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে আফ্রিদিকে অবসর নেয়ার পরামর্শও দেয়া হয়েছে। তারই প্রেক্ষিতে আফ্রিদি একটি বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেন।
কিন্তু আফ্রিদির বিদায়ী ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করার প্রস্তাবে কোন জাবাবই দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক মনে করেন, পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি একটি বিদায়ী ম্যাচ পাওয়ার দাবী রাখেন।
ইনজামামের মতে, আফ্রিদি প্রায় দুই দশক ধরে পাকিস্তান ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন, এটা তার প্রাপ্য।
সোমবার পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে আফ্রিদিকে নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক। সেখানেই তিনি বলেন,‘আমার মতে, একটা বিদায়ী ম্যাচ শহীদের আফ্রিদির প্রাপ্য। যাতে ও আনুষ্ঠানিক ভাবে বিদায় বলতে পারে।’
আসন্নও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা করার পর, শুধুমাত্র ইনজামামের অনুরোধে আফ্রিদিকে ১৬তম সদস্য হিসেবে নেওয়া হয়েছে। যাতে তিনি অবসর ঘোষণার আগে একটি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০