স্পোর্টস ডেস্ক:: রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের খেলা দেখতে পারেন না দর্শকেরা। কেবল মাত্র আইসিসি-এসিসির ইভেন্টে মুখোমুখি হয় এই দুই দল। এর বাইরে দ্বি-পাক্ষিক সিরিজ খেলে না দুই প্রতিবেশী। সমর্থকেরা তাই বঞ্চিত হন বাবর-কোহলিদের লড়াই দেখা থেকে।
তবে এবার এই দুই দেশের তারকের দেখা যাবে এক ড্রেসিং রুমে। বিরাট কোহলি, বাবর আজম-সাকিবরা থাকবেন এক ড্রেসিং রুমে। আবারো ফিরছে ‘আফ্রো-এশিয়া কাপ’ নামের টুর্নামেন্টটি। এই টুর্নামেন্টে মূলত এশিয়া একাদশ ও আফ্রিকা একাদশ খেলে থাকে।
এশিয়া একাদশে খেলেন ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা। আফ্রিকা একাদশে খেলেন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ার ক্রিকেটাররা। ২০০৫ সালে প্রথমবার আয়োজিত টুর্নামেন্টটি ২০০৭ সালের পর আর মাঠে গড়ায়নি ভারত-পাকিস্তানের রাজনৈতিক তিক্ততার কারণে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ‘আফ্রো-এশিয়া কাপ’ নামে এ দুই অঞ্চলের টুর্নামেন্টটি আবারো শুরু করতে যাচ্ছে। আগামি বছর থেকেই মাঠে গড়ানোর পরিকল্পনা টুর্নামেন্টটির। যদি এসিসি তাদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হয় তবে দর্শকেরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটারদের এক ড্রেসিং রুমে দেখতে পারবেন।
পাকিস্তান ও ভারতের রাজনৈতিক বৈরিতায় উপভোগ্য লড়াই থেকে বঞ্চিত হচ্ছেন সমর্থকেরা। এসিসি টুর্নামেন্টটি বাস্তবায়ন করতে পারলেন রাজনৈতিক বিবাদের মধ্যেই এই দুই দেশের ক্রিকেটারদের মধ্যে তৈরি হবে সেতু বন্ধন।
সবশেষ ‘আফ্রো-এশিয়া কাপ’ জিতে নিয়ে ছিলো এশিয়া একাদশ। মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বাধীন এশিয়া একাদশ জিতেছিলো ৩-০ ব্যবধানে। এই টুর্নামেন্টটি নিয়ে দর্শকদের প্রচন্ড আগ্রহ আছে। এসিসি সমর্থকদের সেই আগ্রহকে গুরুত্ব দিচ্ছে।
সমর্থকেরা টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী হতেই পারেন। কারণ একমাত্র ভারত ছাড়া অন্য সবাই টুর্নামেন্টটি খেলতে পারে। তবে আপত্তি থাকতে পারে ভারতীয় দলের। কিন্তুু সেই সম্ভাবনা খুব কম। কারণ এসিসির সভাপতি হলেন জয় শাহ। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি। তিনি টুর্নামেন্টটি আয়োজন করলে ভারতীয় দল না করবে না।
বৃহস্পতিবার জয় শাহ জানিয়েছেন সম্ভাবনার কথা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী সভায় ‘আফ্রো-এশিয়া কাপ’ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি নিশ্চিত করেছেন রয়টার্সকে। তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছি। এটা দারুণ একটা টুনৃামেন্ট যা শুধু রাজস্বাই আনবে না, আফ্রিকায় ক্রিকেট বিকাশেও ভূমিকা রাখবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০