স্পোর্টস ডেস্কঃ টানা দ্বিতীয় মেয়াদে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গ্রেগ বার্কলে। শনিবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসির সভায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন নিউজিল্যান্ডের এই ক্রীড়া সংগঠক। বিনা প্রতিদ্বন্দ্বীতায়ই নির্বাচিত হন তিনি।
এর আগে আইসিসির চেয়ারম্যান পদের বার্কলের বিপরীতে নির্বাচনের ঘোষণা দেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি তাভেংওয়া মুকুহলানি। তবে শেষ মূহুর্তে বোর্ড সভার আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। যদিও গুঞ্জন রয়েছে, ভারতীয় বোর্ডের সমর্থন না থাকায় সরে দাঁড়ান তিনি। বিসিসিআইয়ের সমর্থন বার্কলের উপরই ছিল। আর তাই সংখ্যাগরিষ্ঠতা যেত বার্কলের পক্ষেই।
আইসিসি এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জানায়, স্বাধীন চেয়ারম্যান হিসেবে বার্কলের নাম। ২০২০ সালের নভেম্বরের পর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন বার্কলে। এবার দ্বিতীয় মেয়াদে শুরু করবেন কাজ। আগামী ২ বছর রয়েছে তার মেয়াদ। এর আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বার্কলে। ছিলেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পরিচালকদের একজন।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পুনরায় দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত বার্কলে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হওয়া সম্মানের। আমাকে সমর্থনের জন্য আইসিসির পরিচালকদের ধন্যবাদ জানাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা