স্পোর্টস ডেস্কঃ চেলসিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা। ফিরতি লেগ চেলসির মাঠে হওয়ায় অনেকেই ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছিলেন। কিন্তু ব্লুজদের কোনো সুযোগই দিল না কার্লো আনচেলত্তির দল।
মঙ্গলবার রাতে ফিরতি লেগে চেলসিকে একই ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানের জয়ে সেমিতে উঠেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। দুটি গোলই করেছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৫৮তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করেন রদ্রিগো।
চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামলেই জ্বলে ওঠেন রদ্রিগো। রিয়ালের ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড ইউরোপ সেরার মঞ্চে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে করেছেন ১৫ গোল। তিনি নিজেও বললেন, এই আসর তার কাছে বিশেষ কিছু। ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘আমি জানি না, এটা কীভাবে ব্যাখ্যা করতে হয়। আমার জন্য এই প্রতিযোগিতা সবসময়ই দারুণ স্পেশাল, এখানে মাঠে নামলেই দলে অবদান রাখতে পারি।’
রদ্রিগো আরো বলেন, ‘আমি খুবই খুশি এবং আশা করি যে এভাবেই খেলে যাব, গোল করব আরও, গোলে সহায়তা করব এবং আশা করি, আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতব। মাদ্রিদে থাকতে পারা ও খেলতে পারাটাই দারুণ, বিশ্বের সবচেয়ে বড় ক্লাব এটি। চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনাল বা ফাইনাল খেলা এবং শিরোপা জয় করাটা একরকম আমাদের বাধ্যবাধকতার মধ্যেই পড়ে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post