নিজস্ব প্রতিবেদকঃ এবারের বাংলাদশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ মূহুর্তে নাম লেখায় ঢাকা ডমিনেটর্স। প্লেয়ার্স ড্রাফট ও ড্রাফটের বাইরে থেকে খুব বেশি ভালো মানের দল গঠন করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি মালিকরা। মাঠের খেলায়ও পারফম্যান্স উপহার দিতে পারছে না দলটি।
তবে ব্যক্তিগতভাবে ভালো করছেন দুই-তিন জন ক্রিকেটার। যাদের মধ্যে একজন অধিনায়ক নাসির হোসেন। আসরজুড়ে ব্যাট ও বল হাতে পারফর্ম করছেন নাসির। নানান কারণে ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক আর ইনজুরির কারণে আলোচিত-সমালোচিত ছিলেন নাসির। সবশেষ বিপিএলেও খেলতে পারেননি।
এবারের বিপিএলে শুরু থেকেই ছন্দে আছেন নাসির। সবশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচেও বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে লড়াই করেছেন। খেলেছেন ৪৫ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৬ রানের ইনিংস। আসরজুড়ে এখন পর্যন্ত প্রায় ১২৮ স্ট্রাইক রেটে করেছেন ২১৫ রান। বল হাতেও শিকার করেছেন ৫ উইকেট।
এমন পারফম্যান্সে পুনরায় জাতীয় দলের স্বপ্ন দেখতে শুরু করেছেন নাসির। সুযোগ পেলে জাতীয় দলে ফিরতে চান আবারও। যদিও সেটা তার হাতে নেই। মাঠে পারফর্ম করে যেতে চান আপাতত। তবে ফিটনেস নিয়ে আরও কাজ করতে চান তিনি। ব্যক্তিগতভাবে ফিটনেস ট্রেনার রেখেছেন। সেই জায়গায় বিসিবির সহায়তা চান তিনি।
নাসির বলেন, ‘জাতীয় দলে অবশ্যই খেলতে চাই। তবে আমার হাতে তো এটা নেই। আমার কাজ মাঠে পারফর্ম করা। সেটাই করতে চাই। হ্যাঁ, ফিটনেস নিয়ে আরেকটু কাজ করতে হবে। আশা করি এক্ষেত্রে বোর্ডের সাপোর্ট পাব। যদি ফিটনেস নিয়ে কাজ করি। আমি আলাদা একজন ট্রেনার রেখে জিম-টিম করেছি। আশা করছি এরপর বোর্ডের ট্রেনার থেকে সহায়তা পাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post