স্পোর্টস ডেস্কঃ ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল পাপুয়া নিউ গিনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে দেশটি। বাছাই পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে পাপুয়া নিউ গিনি (পিএনজি)।
পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশ্বকাপ বাছাইয় থেকে তারা মূল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। শুক্রবার ফিলিপিন্সকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় পিএনজি।
পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে যাওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই এই অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থাকা নিশ্চিত হয়ে গেছে পিএনজির। এতেই নাম লেখায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এর আগে ২০২১ সালে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে খেলেছিল দলটি। তবে ২০২২ বিশ্বকাপে বাছাই পর্ব টপকাতে না পারায় খেলা হয়নি। এক মৌসুম পর আবারও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পিএনজি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে। সব মিলিয়ে ২০টি দল অংশ নিবে। সরাসরি ১২টি দল নিশ্চিত হয়েছে আগেই। বাছাই থেকে বাকি ৮টি দল নির্ধারিত হওয়ার কথা। এর মধ্যে একটি দল এখন পিএনজি। এর আগে বৃহস্পতিবার ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই উতরে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।
সব মিলিয়ে ১৫টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি রয়েছে আরও ৫টি দল। এর মধ্যে এশিয়া অঞ্চলের বাছাই থেকে ২টি, আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে ২টি ও আমেরিকা অঞ্চলের বাছাই থেকে ১টি দল জায়গা পাবে মূল পর্বে। সবগুলো দল নিশ্চিত হয়ে যাবে চলতি বছরের ডিসেম্বরের মাঝেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post