নিজস্ব প্রতিবেদকঃ পালাবদলের নাটকীয়তার মাঝেই আবারও অধিনায়কের পরিবর্তন আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাবর আজমকে পুনরায় অধিনায়কের দায়িত্ব দিয়েছে বোর্ড। আনুষ্ঠানিকভাবে রোববার পিসিবি নিশ্চিত করেছে বিষয়টি।
তিন ফরম্যাট থেকেই বাবর আজমকে বাধ্য করা হয়েছিল নেতৃত্ব ছাড়তে। এরপর টেস্ট ও টি-টোয়েন্টি এই দুই ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক ঠিক করে পিসিবি। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহীন আফ্রিদিকে দায়িত্ব দেওয়া হয়। মাঝে ওয়ানডে খেলা না থাকায়, এই ফরম্যাটে অধিনায়ক ঘোষণা করা হয়নি নতুন করে।
এবার শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টিতে দল বাজে পারফরম্যান্স করায়, আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল। আর সেই গুঞ্জনই সত্যি হলো শেষমেশ। আফ্রিদিকে সংক্ষিপ্ত ফরম্যাট থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই জায়গায় বাবরকে ফিরিয়ে আনা হয়েছে। একইসাথে ওয়ানডেতেও দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তান জাতীয় দলের নির্বাচক কমিটির সম্মতি নিয়ে পিসিবির নতুন চেয়ারম্যান মহসিন নাকভির পছন্দেই বাবর আজমকে নতুন করে আবারও এই দায়িত্ব দেওয়া হয়েছে। যার ফলে এখন সাদা বলে বাবর আজমই দলকে নেতৃত্ব দেবেন। আর লাল বলের নেতৃত্বে দেখা যাবে শান মাসুদকে।
Discussion about this post