স্পোর্টস ডেস্কঃ সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টেকনিক্যাল কমিটি ঘোষণা করে। যার প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মিসবাহ-উল-হক। সাবেক এই অধিনায়কের সাথে একই কমিটিতে আছেন ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ। এর মধ্যে ইনজামামকে এবার নতুন পদও দিতে যাচ্ছে পিসিবি।
আবারও পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পাচ্ছেন ইনজামাম। পাকিস্তানের গণমাধ্যম এমন তথ্যই জানাচ্ছে। সাবেক এই তারকার ওপর আস্থা রাখতে যাচ্ছে পিসিবির নতুন ম্যানেজম্যান্ট। যদিও আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই নিশ্চিত হওয়া যাচ্ছে না।
গেল কয়েক মাসে বেশ কয়েকবার রদবদল এসেছে পিসিবির নির্বাচক কমিটিতে। মিউজিক্যাল চেয়ারের মতো পরিবর্তন হচ্ছে নির্বাচকের পদ। মূলত পিসিবির ম্যানেজম্যান্টে পরিবর্তন আসায় নির্বাচক প্যানেলেও পরিবর্তন আসছে বার বার। সবশেষ জাকা আশরাফ পিসিবির নতুন চেয়ারম্যান হওয়ার পর ভেঙে দেন হারুন রশিদের নির্বাচক নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
এদিকে এর আগেও পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে ইনজামামের। এর মধ্য ২০১৬ সালে পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পান তিনি। পরের বছরই পাকিস্তান জাতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। ইনজামামের সাথে পিসিবির চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সালের জুলাই পর্যন্ত। তবে এরপর আর পিসিবি ও ইনজামামের সম্পর্ক এগোয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা