আবারও বৃষ্টি, আবারও খেলা বন্ধ

0
35
ছবিঃ পিসিবি।

স্পোর্টস ডেস্কঃ ভারত-পাকিস্তান ম্যাচে পিছু ছাড়ছে না বৃষ্টি। কলম্বোয় দু’দলের জমজমাট লড়াই আপাতত বন্ধ বৃষ্টির কারণে। ভারতের করা পাহাড়সম রান তাড়া করতে নেমে বিপাকে পড়েছে পাকিস্তান। তাদের ইনিংসের ১১তম ওভার গড়াতেই বৃষ্টির দ্বিতীয় বাধায় বন্ধ আছে খেলা।

৩৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। বৃষ্টি থামলে ফখর জামান ১৪ ও মোহাম্মদ রিজওয়ান ১ রানে ইনিংস শুরু করবেন। আউট হয়েছেন দলটির ওপেনার ইমাম উল হক ও বাবর আজম। ওপেনার ইমাম ৯ রান করে জাসপ্রিত বুমরাহর বলে আউট হয়েছেন। তিনে নামা অধিনায়ক বাবর ১০ রান করে হার্ডিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে ফিরেছেন।

এর আগে সুপার ফোরের এই গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৩৫৭ রানের লক্ষ্য দেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলেছে দলটি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এটাই সর্বোচ্চ স্কোর। এর আগে ২০০৫ সালে নিজেদের মাঠে ৯ উইকেটে ৩৫৬ রান করেছিল ভারত। আজ দারুণ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।

রিজার্ভ ডে-তে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকেন আগের দিন ২৪ রানের জুটি গড়া রাহুল ও কোহলি। এদিন দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। এই রেকর্ড গড়ার পর পরই ওয়ানডেতে নিজেদের ৪৭তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এরপর ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন রাহুল। শেষ পর্যন্ত অপরাজিত থেকে অবিচ্ছিন্ন ২৩৩ রানের জুটি গড়েই দলকে বড় পুঁজি এনে দেন এ দুই ব্যাটার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here