আবারও ভারতের একাদশে নেই রোহিত-কোহলি

0
71

স্পোর্টস ডেস্কঃ উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের ছাড়া খেলতে নেমে লজ্জায় পড়েছিল ভারত। সিরিজে দারুণ জয়ে ফিরে আসে ক্যারিবিয়ানরা। আজ সিরিজ নির্ধারণী ম্যাচেও অভিজ্ঞ এই দুই ক্রিকেটারকে খেলাচ্ছে না ভারত। তৃতীয় ও শেষ ম্যাচে দুজনকে বিশ্রামে রাখা হয়েছে।

ত্রিনিদাদে টস হেরে আগে ব্যাট করছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। সিরিজ আপাতত ১-১ সমতায়।ব্রায়ান লারা স্টেডিয়ামে আজ জিতলে ক্যারিবিয়ান ক্রিকেট নতুন করে অক্সিজেন পাবে। তবে ভারত যদি জিততে না পারে, তবে রোহিত-কোহলিদের বেশ সমালোচনার মুখে পড়তে হবে নিশ্চিত।

এর আগে দ্বিতীয় ওয়ানডেতে কোহলি-রোহিতকে ছাড়া খেলে নামা ভারত ম্যাচ হারে। আগে ব্যাট করে ১৮১ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজ ৩৬.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৩ রান করে অপরাজিত থাকেন শাই হোপ। আজ যে দল জিতবে সিরিজের ট্রফি সেই দলের হাতে উঠবে।

উইন্ডিজ একাদশঃ

শাই হোপ, কাইল মায়ের্স, ব্র্যান্ডন কিং, আলিক আথানাজে, শিমরন হেটমায়ার, কেসি কার্টি, রোমারিও শেফার্ড, ইয়ানিক কারিয়া, আলজারি জোসেফ, জয়ডেন সিলস ও গুডাকেশ মোতি।

ভারত একাদশঃ

শুভমন গিল, ইশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট ও মুকেশ কুমার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here