স্পোর্টস ডেস্কঃ জুভেন্টাস অধ্যায় শেষ করে ফের অ্যাতলেটিকো মাদ্রিদে ফিরলেন আলভারো মোরাতা। স্প্যানিশ ফরোয়ার্ড ফিরে এসেছেন পুনরায় মাদ্রিদে। যদিও থাকতে চেয়েছিলেন জুভেন্টাসেই। তুরিনের দলটিও রাখতে চেয়েছিল তাকে। কিন্তু বনিবনা না হওয়ায় সম্ভব হয়নি সেটি আর।
২০২০ সালে ধারে মাদ্রিদ থেকে তুরিনে উড়াল দিয়েছেন মোরাতা। অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে টানা দুই বছর ধারে জুভেন্টাসে খেলেছেন মোরাতা। পারফর্মও করেছেন। তাকে তাই পাকাপোক্তভাবে রেখে দেওয়ার চেষ্টা করে জুভেন্টাস। তবে অ্যাতলেটিকো মাদ্রিদের সাথে আর্থিক বিষয়ে বনিবনা না হওয়ায়, সেটি আর সম্ভব হচ্ছে না।
অপরদিকে মোরাতাও চেয়েছিলেন জুভেন্টাসে থেকে যেতে। কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই তাই মাদ্রিদে ফিরে যেতে হচ্ছে তাকে। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনস্টাগ্রামে জানিয়েছেন, জুভেন্টাসের জার্সিতে খেলতে পারা, তার জীবনের স্মরণীয় ঘটনার একটি।
এবারই প্রথম না। এর আগে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এই ক্লাবেই কাটিয়েছিলেন মোরাতা। এই দুই মেয়াদে জুভেন্টাসের হয়ে সিরি আসহ পাঁচ শিরোপা জিতেছেন। এছাড়া খেলেছেন একবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা