নিজস্ব প্রতিবেদকঃ প্রথম ইনিংসের মতো আবারও বাংলাদেশ দলের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়ালেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনে দুর্দান্ত জুটি গড়ে ম্যাচের লাগাম পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৬৩ ওভারে ৬ উইকেটে ২৩৩ রান। ইতিমধ্যেই সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৩২৫ রানে।
সপ্তম উইকেটে ধনাঞ্জয়া ও কামিন্দুর জুটিও একশ রান পার করেছে। ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে রয়েছেন ধনাঞ্জয়া। ৮২ বলে নিজের ফিফটি পূরণ করেন লঙ্কান দলপতি। ১২৯ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৮৫ রান করে অপরাজিত আছেন ধনাঞ্জয়া। এদিকে মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মূহুর্তে ফিফটি পূরণ করেন কামিন্দু মেন্ডিস। তিনি ৬৯ বলে ফিফটি পূরণ করে ৫ বাউন্ডারিতে ৫০ রানে অপরাজিত আছেন।
এর আগে ৫ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। সকালের শুরুতে মিষ্টি রোদের দেখা মিললেও, খেলা শুরু হওয়ার সাথে সাথেই মেঘলা আকাশের দেখা মিলে। এরপর পুরো সেশনের সময়টাতেই বৃষ্টির শঙ্কা নিয়ে চলে খেলা।
তৃতীয় দিনের সকালের শুরুটা অবশ্য ভালোভাবে করে বাংলাদেশ দল। আগের দিন নাইট ওয়াচম্যান হিসেবে নামা বিশ্ব ফার্নান্দোকে ৩৯তম ওভারে চতুর্থ স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজের ক্যাচে পরিণত করে ফেরান খালেদ আহমেদ। ২৪ বলে ৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন বিশ্ব। বিশ্ব’র বিদায়ে ষষ্ঠ উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার। ১২৬ রানে ছয় উইকেট হারানোর পরই ১০৭ রানের অনবদ্য জুটি গড়ে দলকে প্রেক্ষাপটে ফেরান ধনাঞ্জয়া ও কামিন্দু। সেই জুটিতে ভর করেই এখন চলছে দল।
Discussion about this post