আবারো শুরু হলো ফুটবল বিপিএল, হারের বৃত্তে শেখ রাসেল

0
19

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ভুটান ম্যাচের বিরতি দিয়ে আবারো মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল। পুনরায়  খেলা শুরুর দিন হারের বৃত্তেই থাকলো শেখ রাসেল ক্রীড়া চক্র। আরামবাগের বিপক্ষে পরাজয়ের মধ্যে দিয়ে লিগে সপ্তম ম্যাচ হারলো দলটি।

ফুটবল বিপিএলে পরাজয়ের ধারাবাহিকতা বজায় রেখে আরামবাগের কাছে ১-০ গোলে হেরেছে দলটি। ১২ দলের টুর্ণামেন্টে শেখ রাসেলের অবস্থান ১১ নম্বরে।

১৪ অক্টোবর শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্টিত হয়। দশ খেলায় শেষ রাসেলের এটি সপ্তম পরাজয় আর আরামবাগের তৃতীয় জয়।

আরামবাগের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন থিয়াগো টাইসন। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক শটে শেখ রাসেলের জালে বল জড়ান ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। মতিঝিল ক্লাব পাড়ার দলটি এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল শেখ রাসেলও। ম্যাচের ২০তম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন ফরোয়ার্ড শাখাওয়াত রনি। তবে, আরামবাগের জালের বাইরে দিয়ে তা চলে যায়। প্রধমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রাসেল।

বিরতির পরও সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করে বিগ বাজেটের দলটি। তবে, সমতায় ফেরা হয়নি, বরং নিজেদের ফিনিশিংয়ের অভাবে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় শেখ রাসেলকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here