আবারো ক্লাব বদল জার্মানের বিশ্বকাপ জয়ী মেসুত ওজিলের

0
22

স্পোর্টস ডেস্ক:: জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল আবারো ক্লাব বদল করেছেন। চুক্তির দুই বছর থাকতেই ছেড়েছেন বর্তমান ক্লাব। যোগ দিয়েছেন আরেকটি ক্লাবে। রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পর থেকেই ক্লাব ফুটবলে একের পর এক ক্লাব বদল করেই চলছেন তিনি।

তুরস্কের ক্লাব ফেরেনবাচে খেলছিলেন ওজিল। তবে চুক্তির দুই বছর বাকী থাকতেই ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল হয়েছে তার। দুই পক্ষের ‘সমঝোতায়’ এই বাতিল কার্যকর হয়েছে। জার্মানির এই তারকা তুরস্কেরই আরেকটি ক্লাবকে বেছে নিয়েছেন। ইস্তানবুল বাসাখসেহিতে খেলবেন এখন এই তারকা। ক্লাবটি তার সাথে এক বছরের চুক্তি করেছে।

মেসুত ওজিলের নতুন ক্লাব বাসাখসেহি তুরস্কের সর্বোচ্চ লিগ শিরোপা জয়ী ক্লাব। ২০১৯-২০ মৌসুমে দলটি লিগ চ্যাম্পিয়ন হয়। আগিম মৌসুমেও চ্যাম্পিয়ন দ‍ল গঠন করছে। আর সেজন্যই এই তারকাকে দলে নিয়েছে ক্লাবটি। আপাতত এক বছরের জন্য চুক্তি করলেও পরবর্তীতে এই চুক্তি আরো এক বছর বাড়ানোর সুযোগ আছে তাদের।

জার্মানির তারকাকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে ইস্তানবুল বাসাখাসেহি। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এক বচরের চুক্তিতে আমাদের ক্লাব ওজিলকে দলে ভিড়িয়েছে। তবে সুযোগ আছে আরো এক বছর চুক্তি বৃদ্ধি করার।’

রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যান ওজিল। ২০১৩-১৪ মৌসুমে ইংলিশ ক্লাবটি ছেড়ে তিনি আর্সেনালে নাম লেখান। গত বছর ফ্রি ট্রান্সফরে তুরস্কের ক্লাব ফেরেনবাচে যোগ দেন তিনি। ক্লাবটি সঙ্গে তার তিন বছরের চুক্তি ছিলো। তবে চুক্তির দুই বছর বাকী থাকতেই দুই পক্ষ সম্পর্ক ছিন্ন করেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here