আবারো বাংলাদেশের ক্রিকেটে আসছেন ডেভ হোয়াটমোর

0
27

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের আজকের বদলে যাওয়ার রচনাটা করে ছিলেন তিনি। হারতে হারতে পেছনে হাটতে থাকা টাইগারদের জয়ের মূলমন্ত্রটা শিখিয়ে ছিলেন তিনি। সেই ডেভ হোয়াটমোরের অধীনে ছোট বাংলাদেশ দল হয়ে উঠতে থাকে বড় দলে। হারাতে থাকে ক্রিকেট পরাশক্তিদের।

ডেভ হোয়াটমোর কোচ হিসেবে ২০০৩ সাল থেকে ২০০৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ছিলেন। পরবর্তীতে পাকিস্তান ও জিম্বাবুয়ের কোচ ছিলেন স্বল্প সময়ের জন্য।

এই অস্ট্রেলিয়ান আবারো আসছেন দেশের ক্রিকেটে কোচ হয়ে। তবে জাতীয় দল নয়, বাংলাদেশের ঘরোয়া জনপ্রিয় লিগ বিপিএলের দল বরিশাল বুলসের প্রধান কোচ হয়ে তিনি আসছেন পরিচিত বাংলাদেশে।

বরিশাল বুলসের কোচ ও অধিনায়ক দুইজনেই বদলে গেলো এবারের আসরে। বিপিএলের তৃতীয় আসরে বরিশালের কোচ ছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রাহাম ফোর্ড ও অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার চতুর্থ আসরে বরিশালের বুলসের অধিনায়ক হয়েছেন মুশফিকুর রহিম।

এদিকে ডেভ হোয়াটমোরের কোচ হওয়ার খবরটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও বরিশাল বুলসের অন্যতম মালিক আব্দুল আউয়াল।

৪ নভেম্বর থেকে ডাবল লিগ পদ্ধতিতে শুরু হবে বিপিএলের তৃতীয় আসর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here