স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপে যেনো নিজেকে হারিয়ৈ খুঁজছেন বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক এশিয়া কাপে গিয়েই যেনো ফর্ম হারালেন। টানা ব্যর্থতার মধ্যেই আছেন তিনি। এবার আফগানিস্তানের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছেন পাক এই ব্যাটার।
১২৯ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান শুরুতেই হারিয়েছে ওপেনার বাবর আজমকে। দলীয় ১ রানের মাথায় প্রথম ওভারের দ্বিতীয় বলেই আফগান বোলার ফজলে হক ফারুকী এলবিডাব্লিউ’র ফাঁদে ফেলেছেন বাবর আজমকে। মাঝারি লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান তাই শুরু করলো উইকেট হারিয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২.৩ ওভারে এক উইকেটের বিনিময়ে ১৪ রান। বাবর বিদায়ের পর উইকেটে নেমেছেন ফখর জামান। ৮ রানে রিজওয়ান ও ৫ রানে ফখর অপরাজিত আছেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১২৯ রান তুলতে সমর্থ হয়। আফগানরা পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংস বড় করতে পারেনি। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১২৯ রানে থামতে হয়েছে তাদেরকে। ইব্রাহিম জর্দান ছাড়া ব্যাট হাতে সফল হতে পারেননি অন্য কোনো ব্যাটার। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বলে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের বিদায়ে শুরু হয়ে আফগানদের ধীর গতির ব্যাটিং। উদ্বোধনী জুটিতে ৩৬ রান তুলে ব্যক্তিগত ১১ বলে ১৭ রানে গুরবাজ সাজ ঘরে ফিরেন।
তিনে নামা ইব্রাহিম জর্দান ব্যাট হাতে কিছুটা লড়াই ছাড়ান। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান আসে তার ব্যাট থেকে। ৩৭ বলের ধীর গতির ইনিংসে তিনি দুটি চার ও একটি ছক্কা হাঁকান। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার হজরতুল্লাহ জাজাই। ১৭ বলে চার চারে নিজের ইনিংসটি সাজান তিনি। করিম জান্নাত করেন ১৫ রান। এছাড়াও শেষ দিকে রশিদ খান ১৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ১০ বলে ১০ রানে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ২টি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ ও শাদাব খানরা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০