স্পোর্টস ডেস্ক:: আগের ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে ছিলেন নাজমুল হোসেন শান্ত। অল্প রানের দেখা পেলেও ইনিংস বড় করতে পারেননি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আবারো ব্যর্থ হয়েছেন তিনি।
২০৯ রানের বড় লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ দ্রুতই শান্তকে হারিয়ে শুরু করেছে। দলীয় ২৪ রানের মাথায় সাজঘরে ফিরে গেছেন এই ওপেনার। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১২ বলে ১১ রান করেন তিনি।
শান্তর বিদায়ের পর আরেক ওপেনার লিটন দাসও ফিরেছেন দ্রুত। ইনিংসের ষষ্ট ওভারের তৃতীয় বলে দলীয় ৪৭ রানের মাথায় প্যাভেলিয়েন ফিরেন তিনি তিন চার ও এক ছয়ে ১৬ বলে ২৩ রান করেছেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮.৪ ওভারে দুই উইকেটে ৮৩ রান। অধিনায়ক সাকিবল হাসান ২১ রানে ও সৌম্য সরকার ২১ রানে অপরাজিত আছেন।
এর আগে ব্যাট করা স্বাগতিকরা বাংলাদেশে বোলারদের পিটিয়ে ৫ উইকেটে ২০৮ রান তুলেছে। টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ডেভন কনওয়ে, গ্লিন ফিলিপস ও মার্টিন গাপটিলের ব্যাটে বড় পূঁজি পেয়ে যায়। ফিন অ্যালিন ও ডেভন কনওয়ের উদ্বোধনী জুটিতেই ৪৫ রান পেয়ে যায় স্বাগতকিরা।
ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে অ্যালিনের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। ১৯ বল ৩২ রান করেন এই ওপেনার। আরেক ওপেনার ডেভন কনওয়ে ৪০ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। পাঁচ চার ও তিন ছক্কায় সাজান ইনিংস সর্বোচ্চ সংগ্রহের ইনিংসটি।
মাত্র ২৪ বলে ৬০ রান করেন গ্লিন ফিলিপস। দুই চার ও পাঁচ ছক্কা ছিলো তার ইনিংসে। ২৭ বলে ৩৭ রান করেছেন মার্টিন গাপটিল। তাতেই ৫ উইকেটে ২০৮ হয়ে যায় স্বাগতিকদের।
বাংলাদেশের হয়ে এবাদত ও সাইফুদ্দিন ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০