স্পোর্টস ডেস্ক: ভারতকে হটিয়ে টেস্টের শীর্ষ স্থানে এসে ছিলো পাকিস্তান। এবার তাদেরকে হটিয়ে আবারো টেস্টের শীর্ষ স্থান নিজেদের দখলে নিতে যাচ্ছে ভারত। আর একটি মাত্র টেস্ট জিতলেই ভারত হয়ে যাবে টেস্টের সেরা দল।
এরই মধ্যে ভারত নিজেদের ক্রিকেট ইতিহাসে ৫শ তম টেস্টে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম টেস্ট জিতেছে ভারত। মঙ্গলবার প্রকাশিত আইসিসির প্লেয়ার র্যাংকিংয়ে এর প্রভাব স্পষ্ট।
বোলার ও ব্যাটিং র্যাংকিংয়ে যথাক্রমে ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এক ধাপ করে এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। কানপুর টেস্টে অশ্বিনের ২২৫ রানের বিনিময়ে ১০ উইকেট দলকে ১৯৭ রানের জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এতেই এক পয়েন্ট এগিয়ে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের আসন দখল করেছেন তিনি। অশ্বিন এখন শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার ‘গতিদানব’ ডেল স্টেইনের (৮৭৮) চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে। কলকাতা টেস্টে (৩০ সেপ্টেম্বর শুরু) দুর্দান্ত পারফরম্যান্সই তাকে ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো বোলারদের চূড়ায় নিতে যেতে পারে। গত বছরের ডিসেম্বরে ‘বক্সিং ডে’ টেস্টের পর প্রথমবার তিনি এমন কীর্তি অর্জন করেছিলেন।
অন্যদিকে, দুই ইনিংসে যথাক্রমে ৭৫ ও ২৫ রান করা উইলিয়ামসন (৮৭৯) অশ্বিনের মতোই একইভাবে এক পয়েন্টে এগিয়ে থেকে ইংল্যান্ডের জো রুটের আসনে বসেছেন। এ তালিকায় এখনো বেশ এগিয়ে সবার উপরে থাকা অস্ট্রেলিয়ান দলপতি স্টিভেন স্মিথ (৯০৬)। সে যাই হোক, সিরিজের পরবর্তী দু’টি ম্যাচের পারফরম্যান্সে স্মিথকে ছাড়িয়ে যাওয়া বা তার ঘাড়ে নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছেন উইলিয়ামসন।
দুই ইনিংসেই রান পাওয়া ভারতের মুরালি বিজয় (৬৫, ৭৬) ও চেতশ্বর পুজারা (৬২, ৭৮) দু’জনই চার ধাপ এগিয়েছেন। পয়েন্টের ভগ্নাংশে এগিয়ে থাকায় ১৬ নম্বরে বিজয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিয়েফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০