স্পোর্টস ডেস্ক:: অস্ট্রেলিয়ান ‘কিংবদন্তী’ রিকি পন্টিং আবারো আইপিএলে ফিরেছেন। টানা সাত বছর দিল্লী ক্যাপিটালসে কোচের দায়িত্ব পালন করা এই সাবেক তারকা দলটির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। নিজেকে সরিয়ে নেন আইপিএল থেকে।
তবে খুব বেশিদিন আইপিএল থেকে দূরে থাকতে পারেননি পন্টিং। এবার পাঞ্জাব কিংস তাকে ফিরিয়েছে আইপিএলে। এখন থেকে পাঞ্জাব কিংসের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
আইপিএলের আগামি আসরে পাঞ্জাবের ডাগআউটে দেখা যাবে পন্টিংকে। সর্বশেষ ২০১৪ সালে প্লে-অফে খেলেছিল পাঞ্জাব। সেই মৌসুমের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যায় তারা। সেই ফাইনালের পর আর প্লে-অফে উঠতে পারেনি দলটি। এবার কোচ পরিবর্তন করে ভাগ্য পরিবর্তন করতে চাইছে পাঞ্জাব।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, পন্টিংযের সঙ্গে কয়েক বছরের চুক্তি করেছে পাঞ্জাব। তবে নির্দিষ্ট করে কোনো সংখ্যা উল্লেখ করেনি তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০